উত্তরদিনাজপুর

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থীর স্বামী সহ ৩ কর্মী

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুর নির্বাচন যতই এগিয়ে আচ্ছে ততই বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সোচ্চার হচ্ছেন।  এবারে  পুরসভার নির্বাচনে প্রচার করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থীর স্বামী রনদীপ পোদ্দার সহ আরো  তিনজন । আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনদীপ বাবুর অভিযোগ,  পুলিশের কাছে ঘটনার কথা লিখিতভাবে জানালেও তার পরিবর্তে কোন রিসিভ কপি তাকে দেওয়া হয়নি।  পাশাপাশি কংগ্রেস অভিযোগ করেছে, রবিবার রাতে  ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তনুশ্রী দাস পোদ্দারের প্রচার চলাকালীন তৃনমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা সে সময় তাদের ওপর হামলা চালায়, তাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে, ফ্লেক্স ছিঁড়ে  দেয়। লেবারদের মারধর করে। এই ঘটনা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। এদিকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রনদীপ পোদ্দারের বিরুদ্ধে তৃনমূল কংগ্রেসের ওপর পালটা  হামলার অভিযোগএ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে।